সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে কবিরহাটে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৩:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ৫৭৪৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
পার্বতীপুর ও মুরাদ নগরসহ সম্প্রতি দেশের বিভিন্ন ধর্মীয় সংখালঘু এলাকায় অগ্নি সংযোগ ও নারী নির্যাতনের পতিবাদে নোয়াখালী কবিরহাটে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নবেম্ভর) দুপুর ১২টায় কবিরহাট বাজারের জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদ কবিরহাট উপজেলা শাখার আয়োজনে উক্ত অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বদ্ধ ঐক্য পরিষদ কবিরহাট উপজেলা শাখার সভাপতি বাবু বিভূতি রঞ্জন ভুইয়া, সাধারণ সম্পাদক বাবু প্রতাপ লাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কবিরহাট উপজেলা শাখার সভাপতি অর্জুন ভৌমিক, সাধারণ সম্পাদক প্রদেশ চন্দ্র পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কবিরহাট উপজেলা শাখার সভাপতি রতন সুত্রধর, সম্পাদক জন্টু দাস, ছাত্র ঐক্য পরিষদ কবিরহাট উপজেলা শাখার সভাপতি রাজন চন্দপাল, সম্পাদক সূলভ চন্দ্র শীল প্রমূখ।
এসময় বক্তারা পার্বতীপুর ও মুরাদ নগরসহ সম্প্রতি দেশের বিভিন স্থানে ধর্মীয় সংখালঘু এলাকায় অগ্নি সংযোগ ও নারী নির্যাতনের ঘটনায় তিব্র নিন্দা জানিয়ে এ সকল ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদানের দাবি জানান।
এসময় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ হিন্দু বদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদযাপন, যুব ও ছাত্র ঐক্য পরিষদ কবিরহাট উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।