ফ্রান্সে রাসূল (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অশ্বদিয়ায় মুসল্লিদের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ৬৫৪১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে রাসুল (স:) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। রবিবার (৮ নবেম্বর) সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দিনমনি বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজার মসজিদের মুসল্লি ও সর্বস্তরের তৌহিদী জনতা।
বাজার মসজিদের ইমাম মাওলানা রহমত উল্লাহ’র সভাপতিত্বে মাওলানা আবু জাহের ও হাফেজ কাসেমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা বাবুল ও নাসিম মাহমুদ নাসিম, হাজি নিজাজ উদ্দিন, ছাত্র নেতা এমরান হোসেন প্রমুখ। অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল দিনমনি বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রান্স সরকারের কাছে প্রতিবাদ জানানোর আহ্বান করা হয় । না-হলে বাংলাদেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করা হবে।