সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ২০০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনের শহীদ কনস্টেবল মনিরুল হক অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ, পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খিস্যা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেক, সদর ও বেগমগঞ্জ সার্কেল শামীম কবির প্রমুখ।