সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ৩৬৮৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলা উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিজের কৃষি জমিতে সেচ দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইরি বোরো মৌসুমে নিজের কৃষি জমিতে মোটর দিয়ে পানি সেচ দিচ্ছিল আলা উদ্দিন। দুপুরে মোটর চালানোর সময় বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান আলা উদ্দিন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী আলা উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।