সেনবাগে ইয়াবাসহ আটক-২

- আপডেট সময় : ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ৪০৪৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে সোলায়মান শাহিন (২২) ও জসিম উদ্দিন (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃতরা হচ্ছেন, পূর্ব কালারাইতা গ্রামের আজগর আলীর ছেলে সোলায়মান শাহিন ও মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী-গাজীরহাট সড়কে অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। অভিযানকালে নন্দীরপাড় ব্রীজের কাছে একটি সিএনজির গতিরোধ করে যাত্রীদের দেহে তল্লাশী চালায়। এসময় সিএনজি যাত্রী সোলায়মানের কাছ থেকে একশ ও জসিমের কাছ থেকে আরও একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবাসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।