ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

২১ বছর পর ২০২১ সালে এসে ২১ জন প্রার্থী হয়ে চলছে ভোটের লড়াই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ৫৮৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২১ বছর পর ২০২১ সালে এসে আগামীকাল বৃহস্পতিবার ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিংগা বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি নির্বাচন ২০২১।

যার মধ্যে ভোটের মাঠে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৮০ জন ভোটার নিয়ে সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সম্পাদক পদে বিনা প্রতিদন্ধিতায় একজন, কোষাধক্ষ্য পদে দুইজন এবং সদস্য পদে ১৩ জন।

প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে- ছালাউদ্দিন নয়ন- দেয়াল ঘড়ি মার্কা, আবদুর রহমান- চেয়ার মার্কা।

সাধারণ সম্পাদক পদে- জাকের হোসেন- চশমা মার্কা, সাইফুল ইসলাম-ফুটবল মার্কা, সাহাব উদ্দিন- গোলাপ ফুল মার্কা।

সহ-সম্পাদক পদে বিনা প্রতদন্ধীতায়- মো: সেলিম।

এবং সাধারণ সদস্যরা হচ্ছেন- মহিন উদ্দিন মহিন-চাবী মার্কা, মো: আজগর হোসেন- রিক্স মার্কা, বেলাল হোসেন- তালা মার্কা, আবদুল কাইয়ুম- কাপ পিরিচ, আবুল হোসেন- টেলিভিশন মার্কা, নেজাম উদ্দিন- সি এন জি মার্কা, মো: হারুনূর রশিদ- কলম মার্কা, সাহাদাত হাসান (সুমন)-ঘোড়া মার্কা, হুমায়ন কবির (সুমন)-মোমবাতি মার্কা, কামাল উদ্দিন-বাইসাকেল মার্কা, মো: বাবুল সওদাগর –কলস মার্কা, দেলোয়ার হোসেন- উড়োজাহাজ মার্কা এবং মো: রুবেল- বালতি মার্কা।

উক্ত পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে কমিটির উপদেষ্টা জহিরুল হক জহির জানান, দীর্ঘ ২১ বৎসর পর এই বাজারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারফলে এখানে ভোটারদের মাঝে চলছে আনন্দ উল্লাস। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে। এই ভোটে যারাই নির্বাচিত হবে তাদেরকে আমরা বরণ করে নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

২১ বছর পর ২০২১ সালে এসে ২১ জন প্রার্থী হয়ে চলছে ভোটের লড়াই

আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২১ বছর পর ২০২১ সালে এসে আগামীকাল বৃহস্পতিবার ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম চিরিংগা বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটি নির্বাচন ২০২১।

যার মধ্যে ভোটের মাঠে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ১৮০ জন ভোটার নিয়ে সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সম্পাদক পদে বিনা প্রতিদন্ধিতায় একজন, কোষাধক্ষ্য পদে দুইজন এবং সদস্য পদে ১৩ জন।

প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে- ছালাউদ্দিন নয়ন- দেয়াল ঘড়ি মার্কা, আবদুর রহমান- চেয়ার মার্কা।

সাধারণ সম্পাদক পদে- জাকের হোসেন- চশমা মার্কা, সাইফুল ইসলাম-ফুটবল মার্কা, সাহাব উদ্দিন- গোলাপ ফুল মার্কা।

সহ-সম্পাদক পদে বিনা প্রতদন্ধীতায়- মো: সেলিম।

এবং সাধারণ সদস্যরা হচ্ছেন- মহিন উদ্দিন মহিন-চাবী মার্কা, মো: আজগর হোসেন- রিক্স মার্কা, বেলাল হোসেন- তালা মার্কা, আবদুল কাইয়ুম- কাপ পিরিচ, আবুল হোসেন- টেলিভিশন মার্কা, নেজাম উদ্দিন- সি এন জি মার্কা, মো: হারুনূর রশিদ- কলম মার্কা, সাহাদাত হাসান (সুমন)-ঘোড়া মার্কা, হুমায়ন কবির (সুমন)-মোমবাতি মার্কা, কামাল উদ্দিন-বাইসাকেল মার্কা, মো: বাবুল সওদাগর –কলস মার্কা, দেলোয়ার হোসেন- উড়োজাহাজ মার্কা এবং মো: রুবেল- বালতি মার্কা।

উক্ত পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে কমিটির উপদেষ্টা জহিরুল হক জহির জানান, দীর্ঘ ২১ বৎসর পর এই বাজারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারফলে এখানে ভোটারদের মাঝে চলছে আনন্দ উল্লাস। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে। এই ভোটে যারাই নির্বাচিত হবে তাদেরকে আমরা বরণ করে নিব।