বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ৪হাজার এতিম-দুস্থের মাঝে খাবার বিতরণ
- আপডেট সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ১৬৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় জেলা আওযামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সকাল ১০টায় নোয়াখালী পৌরসভার উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কেক কাটা হয়। দুপুর ১২টা থেকে পৌরসভা চত্বরে প্রায় ৪হাজার এতিম ও দুস্থদের খাওয়ার দেওয়া হয়।
মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দরিদ্র মুক্ত বাংলাদেশ তৈরি করা। আমরা বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে উনার নীতি অনুসরণ করে পৌরসভায় এতিম ও দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমার এই কার্যক্রম অতীতেও ছিল এবং আগামীতেও চলমান থাকবে।
এছাড়াও সদর উপজেলায় চিত্রাংকণ প্রতিযোগিতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা প্রশাসন, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো জেলা এবং উপজেলা পর্যায়ে কেক কেটে, র্যালি, আলোচনাসভাসহ নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।