সংবাদ শিরোনাম ::
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ৩৯২২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার ‘নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ কর্ণার ও আবুল খায়ের পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম খলিল। শেষে প্রধান অতিথি পাঠাগার ও বঙ্গবন্ধু কর্ণার উন্নয়নে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা করেন।