সংবাদ শিরোনাম ::
ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ চাটখিলে মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৫১৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে কারাগারে পাঠিয়েছে।
আটককৃত মোজাম্মেল হোসেন মানিক (৫৪), উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া গ্রামের মিজি বাড়ির মৃত শামছুল হকের ছেলে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার রাত ১ টার দিকে চাটখিল থানার পুলিশ উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা বাজার অস্ত কাউসারের দোকানের সামনে থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার তিনশত টাকা জব্দ করে পুলিশ।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।