সংবাদ শিরোনাম ::
সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২১:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৫৩০০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেরার ডমুরুয়া ইউনিয়ন থেকে নার্গিস আক্তার (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে এনায়েতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নার্গিস আক্তার ওই গ্রামের আবদুল মতিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২-৩মাস আগে একই এলাকায় এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নার্গিসের। কয়েকদিন আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে ভেড়াতে আসে সে। বুধবার বিকেলে বাবার বাড়ীর লোকজনের অজান্তে ঘরে আড়িঁর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নার্গিস।
সেনবাগ থানার ওসি আবদুল বাতে মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।নার্গিস মানুষিকভাবে অসুস্থ্য বলে জানিয়েছে তার পরিবার।