আলোকিত ধানশালিক অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১১:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৪৭০৬ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক:
করোনা কালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে নোয়াখালীর কবিরহাট উপজেলার আলোকিত ধানশালিক অর্গানাইজেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ উচ্চ বিদ্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আলোকিত ধানশালিক অর্গানাইজেশনের সন্মানিত উপদেষ্টা, ৬ নং ধানশালিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র, আলোকিত ধানশালিক অর্গানাইজেশনের উপদেষ্টা জহিরুল হক রায়হান।
শাহাদাতুল করিম রিদয়ের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া, ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব নবী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ধানশালিক ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কবির আজাদ, যুবলীগ নেতা আবদুর রহমান জাহাঙ্গীর, কবিরহাট কলেজ ছাত্রলীগ সভাপতি তানবীর হোসেন তানজিদ, সাধারণ সম্পাদক ফয়সাল, আলোকিত ধানশালিক অর্গানাইজেশনে জাহেদুল হক সোহেল রানা সহ উক্ত সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি খেজুর, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ১শত গ্রাম করে ট্যাংক।