সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, নোয়াখালী, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, স্বাস্থ্য, হাতিয়া
নতুন করে করোনা শনাক্ত নোয়াখালীতে আরো ৫৪, মৃত্যু ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ৩০৪০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
মহামারি করোনার ২য় ডেউতে নোয়াখালীতে নতুন করে আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাড়াল ৭ হাজার ৫০৯ জনে।
২৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার সদরে ২৩, বেগমগঞ্জে ১৮, চাটখিলে এক, সেনবাগে সাত, সোনাইমুড়ীতে ১, কোম্পানীগঞ্জে ৩ ও সেনবাগ উপজেলায় ৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও জেলার চাটখিল উপজেলায় ১ জনের মৃত্যু দেখানো হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন।
সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার আরও জানান, জেলায় নতুন শনাক্তের হার শতকরা ১১ দশমিক ৫৬ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬০৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন, আইসোলেশনে আছে ১৫জন।