মির্জা কাদের ও তার ছেলেকে হত্যার জন্য সন্ত্রাসীরা মাঠে নেমেছে সেতুমন্ত্রী ও তার স্ত্রীর নির্দেশে: ফেইজবুকে কাদের মির্জা
- আপডেট সময় : ১১:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৪২০৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র তার নিজের ফেইজবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী এবং নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা তার ফেইসবুক থেকে একটি স্ট্যাটাস দিয়ে এমনটা দাবি করেছেন।
নিচে হুবহু তুলে ধরা হলো কাদের মির্জার স্ট্যাটাসটি , ওবায়দুল কাদের তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী , নিজাম হাজারী এদের নির্দেশে। সন্ত্রাসী মিজানুর রহমান বাদল , ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের বাজারের মাদক সম্রাট সবুজ, মাহবুবর রশিদ মন্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমি দস্যু শাহিন, টাকা চোরা রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভূঁইয়ার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদ, এরা আমি ও আমরা সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে, আপনারা আমি ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আবদুল কাদের মির্জা, মেয়র বসুরহাট পৌরসভা।
অপরদিকে, কাদের মির্জার এরকম স্ট্যাটাস নিয়ে উপজেলা আ.লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জার সকল অভিযোগের কারণ হচ্ছে, বেপরোয়া মিথ্যা মন্তব্যে ওবায়দুল কাদের এবং তার স্ত্রীকে জড়িয়ে সে তাদের সমর্থন আদায়ে তাদেরকে বাধ্য করতে চেষ্টা চালাচ্ছে।