ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ৩১২০ বার পড়া হয়েছে
প্রতিবেদক নোয়াখালী:
আ’লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বের জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত, নজরুল ইসলাম ফয়সাল (৩০), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির এনামুল হক মেম্বারের ছেলে। সে কাদের মির্জার প্রতিপক্ষ বাদল গ্রুপের অনুসারী।
শনিবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে তাকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার থেকে আটক করে।
সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে এ মাওলা রাজু জানান, সন্ধ্যার পর সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের নেতৃত্বে টেকের বাজারের ব্যবসায়ীদের সাথে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিল। এ সময় পুলিশের একটি টহল দল হঠাৎ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করে ফয়সালকে আটক করে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে গতকালকে মিছিল করতে গেলে তাকে আটক করে পুলিশ।