ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত হাতিয়ারর ১২ হাজার পরিবার পেল সরকারী সহায়তা
- আপডেট সময় : ১০:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ২৫২১ বার পড়া হয়েছে
প্রতিবেদক, হাতিয়া নোয়াখালী:
ঘূর্ণিঝড় ইয়াসে সৃষ্ট জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ১২ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার ৩টি প্রশাসনিক এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এই মানবিক সহায়তা প্রদান করেন।
এসময় খোরশেদ আলম খান বলেন, এই পর্যন্ত হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে মূল ক্ষতিগ্রস্থ ১২ হাজার পরিবারের মাঝে গত দুই দিনে ধাপে ধাপে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে বয়ারচর, নলেরচর ও কেরিংচরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ১২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়। গতকাল ৫৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ধাপে আরো ৫৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ আবু ইউসুফ, নোয়াখালী জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা মো.জাহিদ হাসান খান প্রমূখ।