অবশেষে বদলি হলেন আলোচিত কোম্পানীগঞ্জ থানার ওসি রনি, নতুন ওসি সাইফুদ্দিন আনোয়ার
- আপডেট সময় : ০১:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৯১২ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) প্রতিনিধি:
আলোচিত সেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ওসি পদে অবশেষে পরিবর্তন আনা হয়েছে। নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারকে।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এক আদেশে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনিকে বদলি করে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বান্দরবান জেলার থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ারকে কোম্পানীগঞ্জ থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।
উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বে তার প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগ তুলে দীর্ঘ কয়েক মাস ধরে ওসির বদলি দাবি করে আসছেন।