ভাইয়ের মৃত্যুর শোকে হতাশাগ্রস্থ হয়ে সোনাইমুড়ীর জয়াগে কলেজ ছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৭:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ৩৬০০ বার পড়া হয়েছে
সোনাইমুড়ি, (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে হতাশায় গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ফরিদা খানম তিন্নি (১৭) উপজেলার জয়াগ কলেজের প্রথমবর্ষের ছাত্রী এবং জয়াগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. কবির হোসেনের মেয়ে। প্রাথমিক ভাবে স্থানীয়রা বলছে, এক বছর আগে তিন্নির বড় ভাই মারা যায়। বড় ভাইয়ের মৃত্যুর শোকে সে হতাশাগ্রস্থ ছিল।
বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জয়াগ ইউনিয়নের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিন্নি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মানসিক অশান্তি থেকেই এ আত্মহত্যা করেছে সে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।