সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জের চরএলাহী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১০৯৮৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে বন্দুক-কার্তুজসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত মো. সামছুদ্দিন (৩৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের মৃত আব্দুল মালেকেরে ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টা ১০মিনিটের দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী ক্লোজার ঘাট থেকে তাকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ৩ টি বন্দুক ও ১২টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগম বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।