করোনা রোগিদের জন্য নোয়াখালীতে বিএনপির অক্সিজেন ব্যাংকের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ৯৫৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় মোক্তার বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু।
এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ জানান, বিএনপির ব্যানারে হলেও এ ব্যাংকের ও হেল্প ডেক্সের সহযোগিতা পাবে সর্বস্তরের মানুষ। অক্সিজেনের ১০টি সিলিন্ডার দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে এখানে আরও সিলিন্ডার যুক্ত করা হবে। এছাড়া হেল্প ডেক্সে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবে, যারা করোনা আক্রান্ত রোগিদের সার্বিক সহযোগিতা করবে।