চৌমুহনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদের নেতৃবৃন্দের ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন
- আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ১৮১১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মন্দির দোকান-পাট ভাঙচুরের ঘটনায় দুপুর থেকে পরিদর্শন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে রাধা মাধব গোপাল জিউর মন্দিরে হিংসা-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান স্লোগানে সম্প্রীতি রক্ষা দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠানে বিমলেন্দু মজুমদারের সভাপতিত্ব ও আবুল পারাহ পলাশের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, মুক্তিযুদ্ধের ট্রাস্টি মফিদুল হক ভুঁইয়া, নারী নেত্রী ফৌজিয়া মোসলেম।
এসময় বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করে সে সাথে মন্দির ও দোকানপাটে হামলার ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দোষীদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তি দাবী করেন।