ধানসিঁড়ি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল খানের মনোনয়নপত্র জমা
- আপডেট সময় : ০৯:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৩৩৬৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইত্যেমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪৬জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমার শেষ দিন বৃহস্পতিবার বিকেলে আনন্দগণ পরিবেশে নিজ-নিজ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের তথ্যমতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে ৭, ধানসিঁড়িতে ১১, বাটইয়াতে ৫, সুন্দলপুরে ৪, ধানশালিকে ৫, চাপরাশিরহাটে ৫ ও ঘোষবাগ ইউনিয়নে ৯জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ নভেম্বর মনোনয়নগুলো যাচাইবাছাই, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ৭ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিকেল সাড়ে ৩টায় ব্যাপক উৎসাহ, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় নেতাকর্মীদের আনন্দ র্যালী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন ধানসিঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামাল খান প্রকাশ কামাল কোম্পানী।
নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানসিঁড়ি ইউনিয়নকে মডেল ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।