আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
The central bank has again signaled an increase in policy rates

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

 

সারাদেশে আগামী তিনদিন (সোম-মঙ্গল-বুধবার) ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

 

রোববার এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে সারাদেশে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে, এদিন বিকেলে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু।

শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অসযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার দিনভর এ কর্মসূচি ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৩৭ জন নিহতের খবর পাওয়া গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০