রোববারে গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ
- আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার দুপুর ১২টায় গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েতের (সমাবেশ) ঘোষণা দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।
নিজের ফেসবুকে তিনি আগামীকালের কর্মসূচির একটি ব্যানার শেয়ার করেছেন। একই ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
এর আগে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাঈদ-নুর-আসাদ ভাই, ফ্যাসিবাদের জায়গা নেই। শহিদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ…’
এদিকে, এর আগে গুলিস্তানে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির এই সমাবেশ ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’