ভারতের সাথে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বৃষ্টিবিঘ্নিত ১১ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নেপালের বিপক্ষে খেলাটি হয়ে উঠেছিল অলিখিত সেমিফাইনাল। দারুণ বোলিংয়ে হিমালিয়ের দেশের মেয়েদের আটকে রাখার পর ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৯ উইকেটের সহজ জয়ে ফাইনালে উঠেছে বাঘিনীরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বেইউমাস ওভালে আগে ব্যাটিংয়ে নামা নেপাল ৮ উইকেটে ৫৮ রানের বেশি তুলতে পারেনি। জবাবে বাংলাদেশ ৭ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা দেয়। আরেক খেলায় শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের জয়ে ফাইনালে টিম টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
সহজ লক্ষ্য তাড়ায় দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা ৪৬ রানের জুটি গড়েন। কুসুম গোদারের বলে ২১ বলে এক ছক্কায় ১৮ রান করা ইভার বিদায়ে জুটি ভাঙে। তিন নম্বরে নামা সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি নেপাল। পাশাপাশি দলটির চার ব্যাটার চার রানআউটের ফাঁদে পড়েন । সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বাঘিনীদের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।
একই ভেন্যুতে সুপার ফোর পর্বের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে অসহায় ছিল লঙ্কানরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৮ রানেই থামে। জবাবে টিম ইন্ডিয়া ৩১ বল হাতে রেখে ৬ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায়।