জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
চাটখিলে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

- আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর রোববার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ।
রোববার দুপুরে (০২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির এই পাঁচ সদস্যবিশিষ্ট (আংশিক) আহবায়ক কমিটিতে নোয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলোকে আহবায়ক , জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদকে সদস্যসচিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, বিদায়ী কমিটির সভাপতি এজেডএম গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ঘোষিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন পর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যারা স্থান পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাদেরকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়েই এই জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। এই কমিটির হাত ধরেই পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।’