দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান
- আপডেট সময় : ১০:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫৫৯ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতো পরিষ্কার নয়। বিভিন্ন ভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সাথে আছে। শুধু বিএনপি নয়, জনগণ আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিবে।
আরো পড়ুন: জেলা শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
আরো পড়ুন: সেনবাগে ঘুমের মধ্যে শিশুর মৃত্যু
এ সময় তিনি নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি। তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোন কাজে আসবেনা। আকাশের মেঘ, আকাশে উড়ে চলে যাবে। রাজনৈতিক ভাবে সকল কিছু হবে। এমপি,মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ।
আরো পড়ুন: সুবর্ণচরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ। বাংলাদেশের ভূখন্ডে কোন আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল করেছে ভবিষ্যত নেতৃত্ব তৈরী করার জন্য।
আরো পড়ুন: নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার অনুষ্ঠিত
শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমন কি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনো ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন ম্যাসেজ দিতে হবে বাংলাদেশে এমন কোন শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।
আরো পড়ুন: কোম্পানীগঞ্জের চর এলাহীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি একই স্থানে, সড়ক অবরোধ, আহত-৪
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমূখ।
আরো পড়ুন: দূধর্ষ ডাকাতি, নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল উপস্থিত ছিলেন।










