সাহেদ সাব্বির, ফেনী::
ফেনীর সোনাগাজীতে একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলিসহ শামছুল হক ওরফে শামসু (২৮) নামে ডাকাতি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
সোনাগাজী মডেল পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুর গ্রাম থেকে শামছুল হক (২৮) কে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, শামছুল হক চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামে সম্প্রতি এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা ও এজাহারভুক্ত প্রধান আসামি। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড গুলিসহ ডাকাতি মামলার পলাতক আসামি শামছুল হক ওরফে শামসুকে গ্রেফতাতের সত্যতা নিশ্চিত করেছেন।