জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ২৩ মার্চ

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : বুধবার, ৯ মার্চ, ২০২২

ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় এ বছর নানা শাখায় ২৯ জনকে এ পুরস্কার প্রদান করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৩ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’। সংবাদ মাধ্যমকে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) সাইফুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত প্রাথমিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কনফার্মেশন দিলে আগামী ২৩ মার্চ পুরস্কার প্রদানের তারিখ হিসেবে চূড়ান্ত করব। এছাড়া প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নাকি সরাসরি আয়োজনে উপস্থিত থাকবেন, তাও এখনও চূড়ান্ত হয়নি।

এবার আজীবন সম্মাননা প্রদান করা হবে দুইজনকে। তারা হলেন, আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।

শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান। শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে কনা ও কোনাল। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার ইমরান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান।

এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিতরা হলেন-

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র): ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র): অপর্ণা ঘোষ (গণ্ডি)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: শাহাদৎ হোসেন বাধন (আড়ং)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)

আরও পড়ুন: মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি

শ্রেষ্ঠ কাহিনিকার: গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
শ্রেষ্ঠ সম্পাদক: শরিফুল ইসলাম (গোর)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ (গোর)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যৌথভাবে: পংকজ পালিত, মাহবুব উল্লাহ (গোর)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: কাজী সেলিম আহম্মেদ (গোর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: এনামতারা বেগম (গোর)
শ্রেষ্ঠ মেক আপম্যান: মোহাম্মদ আলী বাবুল (গোর)


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০