ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : রবিবার, ২০ মার্চ, ২০২২

ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ওয়ান্ডারার্স। তবে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই মাঠে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির বোলিং তোপে ব্যাকফুটে বাংলাদেশ। এই দুই পেসার প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারকেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন। আট ওভারের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে দলপতি তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাসকে। তামিম ইকবাল ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান।

এর আগে জোহানেসবার্গে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারের মধ্যে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৪১ রান করা তামিম ব্যাকওয়ার্ড পয়েন্ট ক্যাচ দিয়ে ফেরেন। লুঙ্গি এনগিডির বলে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৪ বলে মাত্র ১ রান করতে পারেন টাইগার অধিনায়ক। তামিম ১ রান করলেও সাকিব এদিন রানের খাতাই খুলতে পারেননি। আগের ম্যাচের সেরা ক্রিকেটার কাগিসো রাবাদার বলে ফ্লিক করতে গিয়ে মিসটাইমিংয়ে মিড অফের দিকে ক্যাচ তুলে দেন।

আগের ম্যাচে ফিফটি হাঁকানো লিটনও ব্যর্থ হন এই ম্যাচে। রাবাদার বাউন্সে ডাক করতে চাইলেও এই ব্যাটারের ব্যাটের কানায় বল লেগে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে জমা হয়। ফেরার আগে দারুণ ৩ বাউন্ডারিতে ১৫ রান করেন লিটন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০