কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ২জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ২জনের কারাদণ্ড

বেগমগঞ্জ প্রতিনিধি:

 

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনায় দুই জনকে গ্রেফতার করে জরিমানা করা হয়েছে।

 

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিন্নাত এর নেতৃত্বে শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা করে মোট ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা পাশাপাশি ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

 

দণ্ডিতরা হলেন বাবুনগর গ্রামের আমির হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩৪) ও একই গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে সাইফুল ইসলাম (৩৫) কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিন্নাত সাংবাদিকদের জানান কৃষি জমি সংরক্ষণে ও জনগণের সার্থে এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০