কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে নোয়াখালীতে হওয়া আন্দোলনের নিউজ প্রচারকে কেন্দ্রকরে দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এস আরমানের ওপর সংঘবদ্ধ হামলায় কাদের মির্জা অনুসারী আব্দুল হামিদ ওরপে কালা হামিদসহ ৫ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ আগষ্ট রাত অনুমান ৯টা ৩০ মিনিটের সময় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পথরোধ করে কাদের মির্জার সেকেন্ড ইন কমান্ড ও হেলমেট বাহিনীর প্রধান আব্দুল হামিদ ওরপে কালা হামিদ তার দলবল নিয়ে দৈনিক আমার সংবাদ কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধির ওপর অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে প্রায় ঘন্টাব্যাপী মারধর করতে থাকলে স্থানিয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারকরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যার মামলা নং ৫/৯৫ তাং ১৪-০৮-২০২৪ইং।

 

জানা যায়, আওয়ামী সরকারের সবচেয়ে ক্ষমতাধর নেতা ছিলেন ওবায়দুল কাদের, সেই ক্ষমতাধর নেতার ছোট ভাই ছিলেন কাদের মির্জা। যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীবাসী।তার অত্যাচার থেকে রক্ষা পায়নি মসজিদের ইমাম, বিভিন্ন পত্রিকার সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতি দলের নেতাকর্মী,ব্যবসায়ী,রিক্সা চালকসহ সর্বস্তরের স্বাধারণ জনগন। তার এই কর্মকান্ডে মাঠে-ঘাটে নেতৃত্ব দেয়া বাহিনির নাম “হেলমেট বাহিনি”, সেই বাহিনির প্রধান ছিলেন এই কালা হামিদ।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান,ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এবিষয়ে একটি অভিযোগও পেয়েছি, আসামীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০