ডেস্কঃ
করোনাকে হার মানিয়ে জয়ী হলেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। গত ২২শে জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের পরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১৪ দিন হাসপাতালে করোনার সাথে যুদ্ধ করে গতকাল(৭জুলাই) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৭ বছর বয়সী এ অভিনেতা।
প্রবীর মিত্র’র বড় ছেলের স্ত্রী সোনিয়া ইসলাম জানান, ‘বাবার করোনা পজিটিভ আসার পর সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করি। খুব বেশি খারাপ অবস্থায় যেতে হয়নি।তবে একবার অক্সিজেন সাপোর্ট লেগেছিল। এরপর তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল মঙ্গলবার ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য,‘দীর্ঘদিন ধরে হাঁটুর আর্থ্রাইটিসসহ নানা অসুখে আক্রান্ত থাকায় দীর্ঘদিন লাইট ক্যামেরার ঝলমলে দুনিয়া থেকে দূরে আছেন এ অভিনেতা।চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, দুই পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, বেদের মেয়ে জোসনাসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।সর্বশেষ এসডি রুবেলের পরিচালনায় ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি;ছবিটি এখন প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষায়।