২১ আগস্ট শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে মিলাদ ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০০৪ সালের ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কোরআন তেলাওয়াত শেষে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা ও দোয়া পড়ানো হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক মো.আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, চরপার্বতী ইউনিয়ন আ’লীগের সভাপতি জহিরুল ইসলাম তানভির, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি প্রমূখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০