নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের এম এ হাসেম কলেজের প্রতিষ্ঠাতা সুনামধন্য ব্যবসায়ী মরহুম এম এ হাসেমের পরিবারের পক্ষ থেকে জেলার আটটি কলেজের মাঝে বিতরণ করা হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ নামক বই।
মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের গভর্নিং বডির সদস্য মজিবুল হক।
জানা গেছে, এম এ হাসেম কলেজের প্রতিষ্ঠাতা তাঁর জীবদ্দশায় বাংলাদেশ মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ নামে প্রকাশিত বই নিজ কলেজের পাশাপাশি জেলার বিভিন্ন কলেজে উপহার দেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী আটটি কলেজের অধ্যক্ষবৃন্দের হাতে আট সেট মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ বই তুলে দেওয়া হয়েছে। যা থেকে কলেজেগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইজদী পাবলিক কলেজের অধ্যক্ষ তাকদির হোসেন, আতাউর রহমান ভূঁইয়া কলেজের অধ্যক্ষ মুকবুল হোসেন, স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও অম্বনগর ইউপির চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।