রোহিঙ্গাদের প্রথম ঈদ উদযাপন উৎসব মুখর পরিবেশে ভাসানচরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৪ মে, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

 

উৎসব মুখর পরিবেশে এই প্রথমবার নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গারা ঈদুল ফিতর উদযাপন করছে। শুক্রবার (১৩ মে) ভাসানচরে দুটি জামাতে প্রায় সাড়ে ৪হাজার রোহিঙ্গা ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন।

 

 

সূত্রে জানা যায়, ১নং ওয়্যার হাউজে স্বাস্থ্য বিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম জামায়াত ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় ভাসানচরে অবস্থানরত মুসলমান রোহিঙ্গারা সম্মিলিতভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রথম জামায়াতে রোহিঙ্গাদের সাথে পিডি ভাসানচর ও ভাসানচরের সকল কর্মকর্তাবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।

 

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহে আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১ম ও২য় জামায়াতেই ঈদ-উল ফিতরের নামাজ সম্পন্ন হয়ে যায়।

 

 

ওসি মো.মাহে আলম আরো বলেন, ঈদ-উল ফিতরের নামাজের জামায়াত দুটি বিটিভি ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। পবিত্র ঈদ-উল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নেতিবাচক কোন মন্তব্য পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, বর্তমানে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬জন রোহিঙ্গা বসবাস করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১