নোয়াখালী প্রতিনিধি:
চার বছর মেয়াদ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিন বছরে নামিয়ে আনার ঘোষণা বাতিলসহ চার দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাক’সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একসময় ডিপ্লোমা ছিল তিন বছর, সেটাকে বর্তমান সভাপতি আন্তর্জাতিক মান দেয়ার জন্য চার বছর করে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী পুনঃরায় এটাকে তিন বছরে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা অযৌক্তিক। এসময় তারা স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ নানা দাবি জানিয়েছেন। তাদের দাবি দ্রুত মানা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।