নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লিড নিল টাইগাররা

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা লিড নিয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩২৯ রান। দলপতি মুমিনুল হক ৬৯ ও লিটন দাস ৬৫ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১২৬ রানের জুটি গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চেয়ে ১ রানে এগিয়ে গেছে বাংলাদেশ , হাতে আছে আরো ৬টি উইকেট।

এ পর্যন্ত ছয় জন ব্যাটার ব্যাট হাতে নেমেছেন। তাদের মধ্যে চার জনই ফিফটি করেছেন। মাহমুদুল হাসান জয় ৭৮ ও নাজমুল হোসেন শান্ত ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন। কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন পেসার নিল ওয়াগনার। ট্রেন্ট বোল্টের শিকার একটি উইকেট।

এর আগে, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়। ১২২ রান করেন ডেভন কনওয়ে, ৫২ রান করেন উইল ইয়ং। ৭৫ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট দখল করেছেন। মুমিনুল হক শিকার করেছেন ২টি উইকেট।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০