সংবাদ শিরোনাম ::
জাতীয় বই মেলার ভারতীয় ষ্টলে কবি রুস্তম আলীর ছড়ার বই “গুনবিচার”

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৪০৮৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
তিন ফর্মার এই বইটিতে মোট একচল্লিশটি ছড়া আছে। বইটির সব কটি ছড়াই অসাধারণ। তাই বইটি ইতিমধ্যে কলকাতার আন্তর্জাতিক বইমেলাতেও পাঠক মহলে যথেষ্ট প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
বইটি প্রকাশ করেছেন কলকাতার গপ্পোবাগীশ প্রকাশক বৈদূর্য্য পাড়িয়া ও প্রচ্ছদ সন্তু কর্মকার।
রুস্তম আলী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নিতান্তই অজ পল্লীতে বসবাস করেন। পেশাগতভাবে রাজমিস্ত্রি কাজ করেন। দৈনন্দীন দারিদ্রতার সাথে সংগ্রাম করেই কবির বেঁচে থাকা।