সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে ডাল ও তেলজাতীয় ফসলের অন্তর্ভুক্তিকরন প্রশিক্ষণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৪২৩৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আয়োজনে চরাঞ্চলের শস্যবিন্যাসে ডাল ও তেলজাতীয় ফসলের অন্তর্ভূক্তিকরন বিষয়ক প্রশিক্ষণ রবিবার সকালে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাল ও তৈলবীজ বর্ধন খামার আধুনিকীকরন ও চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরন প্রকল্পের আওতায় বিএডিসি মিলনায়তনে এ প্রশিক্ষণে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরের অর্ধশতাধিক উপসহকারি কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিএডিসির প্রকল্প পরিচালক কৃষিবিদ মো: আজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার উল আলম।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, নোবিপ্রবি কৃষি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গাজী মো: মহসিন, সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার প্রমুখ।