সংবাদ শিরোনাম ::
চাটখিলে আগ্নেআস্ত্রসহ গ্রেফতার যুবক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৪০০৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাড়ায় গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে কার্তুজসহ একটি একনলা বন্দুক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তআটক করা হয় তাকে। আটক শফিকুল ইসলাম চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে সকালের সময় প্রতিবেদককে বলেন, চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ মল্লিক অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে একটি বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।