ইটভাটার শ্রমিকরা পেলেন কবিরহাট মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামে অবস্থিত মিয়া রাজি সাহেব ব্রিক ফিল্ড (ইটভাটায় কর্মরত শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজার মো. শরাফুদ্দিন, ব্যাংক অফিসার মো. তামজিদ হাসান ভুইয়া, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের হানিফ, সাংবাদিক সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজার মো. শরাফুদ্দিন বলেন, আমরা ব্যাংকের পক্ষ থেকে প্রকৃত শ্রমিক, দিন মজুর সহ শীতবস্ত্র পাওয়ার মত লোকদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষে আজকের এ আয়োজন। আমাদের এ শীতবস্ত্র বিতরণ আরো অব্যাহত থাকবে।
এসময় ইটভাটার পক্ষ থেকে সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের হানিফ বলেন, শীতবস্ত্র বিতরণে সঠিক মানুষের মাঝে পৌছে দেওয়ার লক্ষে মার্কেন্টাইল ব্যাংক কবিরহাট শাখার ম্যানেজারের এ উদ্যোগে প্রকৃত মানুষরা পাওয়ার জন্য আজকে এ ইটভাটার শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারমত করে সবাই যদি এভাবে সঠিক মানুষদের মাঝে পৌছানোর ব্যাবস্থা করেন, তাহলে প্রকৃত পাওয়ার মানুষরা কখনো বঞ্চিত হবেনা।