আস্ সিরাত এতিম নিবাসে নতুন সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসায় নতুন ছাত্র-ছাত্রীদের সবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের পূর্ব রামেশ্বরপুর গ্রামে অবস্থিত আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান মেহেমান হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার নতুন ছাত্র-ছাত্রীদের সবক পাঠ করান, নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যাক্ষ হযরত মাওলানা ড. আমিন উল্যাহ।
মৌলভী জাকির হোসেন এর সভাপতিত্বে ও আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার সাধারণ সম্পাদক মো: আহসান উল্যাহ বিএসসি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী মো: শাহাদাৎ হোসেন আরজু, আস্ সিরাত এতিম নিবাসের প্রতিষ্ঠাতা লন্ডল প্রবাসী আব্দুল ওয়াদুদ রুবেল, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক সামছুদ্দিন মাসুদ, আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন, লন্ডন প্রবাসী মো: ইউছুফ, মাওলানা আহসান উল্যাহ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সোহাগ, ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী হোসাইন মো: আশিক’সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অজোপাড়া গ্রামে এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার কারণে অত্র এলাকায় কোন এতিম শিশু অর্থের অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত হবেনা। এসময় আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, যে আপনারা শিশুদের প্রতি এমন ভাবে গুরুত্ব দিন যে নোয়াখালীতে শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী হিসেবে যাতে আস্ সিরাত এতিম নিবাস মৌলভী জাকির হোসেন নূরানী ও হেফ্জ মাদ্রাসার স্থান অর্জন করতে পারে।