ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাটখিলে নান্দনিক স্থাপত্যশৈলী মসজিদ উদ্বোধন

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলের বক্তারপুর-রমাপুর ও পূর্ব গোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুল আযহার মাদরাসার সম্মুখে নান্দনিক স্থাপত্যশৈলী নব-নির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।

 

বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ’র উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।

 

উদ্বোধনী জুমায় ঢাকার খতিব মুফতি সামছুল হকের ইমামতিতে এলাকা ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।

 

নামাজ শেষে মুসল্লি মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটাই হবে। তিনি উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ সাহেবকে ধন্যবাদ দিয়ে বলেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ নির্মাণ করেছেন।

 

মসজিদ নির্মাণে সার্বিক তত্ত্বাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দরভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রুততার সহিত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

 

উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ বলেন, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান। উল্লেখ্য, নামাজ শেষে সকল মুসল্লিদের জন্য মেজবানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চাটখিলে নান্দনিক স্থাপত্যশৈলী মসজিদ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীর চাটখিলের বক্তারপুর-রমাপুর ও পূর্ব গোবিন্দপুরস্থ বাগে ইব্রাহীম দারুল আযহার মাদরাসার সম্মুখে নান্দনিক স্থাপত্যশৈলী নব-নির্মিত আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।

 

বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ’র উদ্যোগে এবং ইব্রাহিম নীট গার্মেন্টসের অর্থায়নে ৩ তলা বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।

 

উদ্বোধনী জুমায় ঢাকার খতিব মুফতি সামছুল হকের ইমামতিতে এলাকা ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন।

 

নামাজ শেষে মুসল্লি মিজানুর রহমান জানান, চাটখিল উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ এটাই হবে। তিনি উদ্যোক্তা আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ সাহেবকে ধন্যবাদ দিয়ে বলেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়ের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ নির্মাণ করেছেন।

 

মসজিদ নির্মাণে সার্বিক তত্ত্বাবধায়নে থাকা উদিয়মান সমাজসেবক কাউছার আহমেদ কাজল জানান, ২০২৪ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এ বছর পবিত্র মাহে রমজানে যেন রোজাদাররা সুন্দরভাবে ইবাদাত বন্দেগী করতে পারে এ জন্য দ্রুততার সহিত মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

 

উদ্বোধনী জুমায় আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ বলেন, এলাকার মুসল্লিদের এবাদত বন্দেগীর সুবিধার্থে এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই এলাকার সকলের মসজিদ মনে করে রক্ষণাবেক্ষন করার জন্য সকলকে আহবান জানান। উল্লেখ্য, নামাজ শেষে সকল মুসল্লিদের জন্য মেজবানের আয়োজন করা হয়।