নোয়াখালীতে তিন প্রতিবন্ধীর পাশে পুনাক

- আপডেট সময় : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ১৬৯৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে এক নারীসহ তিনজন শারীরিক প্রতিবন্ধীর পাশে দাড়িঁয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও এক অসহা প্রতিবন্ধী যুবককে আর্থিক সহযোগিতা করেছে পুনাক।
সোমবার বিকালে পুনাক নোয়াখালী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা করা হয়।
পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তৈয়বপুর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. কিরণ (২৫) ও ফাতেমা বেগমকে (৭০) দু’টি হুইল চেয়ার ও সদর উপজেলার নেয়াজপুর গ্রামের অসুস্থ্য অসহায় মো. তানভীর আলম জিসানকে (১৮) নগদ ১০হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। গরীব অসহায়দের জন্য পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময় কাজ করে যাবে বলেও জানান এ নেত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুনাক নোয়াখালীর সহ-সভানেত্রী রীপা চাকমা ও সাধারণ সম্পাদক ডা. ফাকিহা খান’সহ পুনাকের অনান্য নেতৃবৃন্দ।