কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ২৪৮১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে পারভীন আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে চরকাঁকড়া ৪নং ওয়ার্ড দাই বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভীন আক্তার ওই বাড়ীর ইয়াছিন খোকনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে শ্বশুর বাড়ী থেকে বাবা বাড়ীতে আসে পারভীন আক্তার। এরমধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মা ও স্বামীর সাথে ঝগড়া হয় তার। এতে অভিমান করে শুক্রবার বিকালে পরিবারের লোকজনের অজান্তের ঘরের একটি কক্ষে ডুকে আড়ীর সাথে গলার ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে পারভীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারভীন নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।