কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ২৯৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দেড় বছরের শিশুটি কয়েকদিন আগে মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে এসেছিল।
মঙ্গলবার সকালে চরহাজারী ৫নং ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিপন উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে চরপাবর্তী থেকে মায়ের সাথে চরহাজারীতে বেড়াতে আসে লামিয়া আক্তার। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নানার বাড়ীর শিশুদের সাথে খেলছিল লামিয়া। কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পুকুরের মধ্যে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর একপর্যায়ে পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় লামিয়াকে দেখতে পেয়ে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।