বেগমগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সিএনজি চালকের বিরুদ্ধে মামলা

- আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ৬৯৯০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দোয়ের করেছেন।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
অভিযুক্ত সিএনজি চালক তৌহিদ (৩০) একই বাড়ীর মৃত সফি উল্যার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
জানাযায়, অভিযুক্ত তৌহিদ ঘরে তার স্ত্রী না থাকার সুযোগে একই বাড়ীর ওই স্কুল ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এসে পরিস্থিতি দেখে সংঙ্গাহীন হয়ে পড়ে। এ সুযোগে তৌহিদ পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।