সংবাদ শিরোনাম ::
করোনার নতুন উপসর্গ, শরীরে লালচে র্যাশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৩৭০ বার পড়া হয়েছে
ডেস্কঃ
করোনাভাইরাসের সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বার বার উপসর্গ পরিবর্তন। যদিও ঠান্ডা-জ্বর-সর্দি দিয়ে শুরু হলেও এখন আর সেই উপসর্গে থেমে নেই করোনা। নতুন উপসর্গের দেখা মিলছে ত্বকের লালচে র্যাশও নাকি করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ সম্প্রতি ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গেছে। সঙ্গে জ্বর আর গলা ব্যথার মতো সমস্যা। অনেক ক্ষেত্রে অন্য কোনো রকম অসুবিধা নেই, রয়েছে শুধুমাত্র ত্বকের লালচে র্যাশ!
ইতালির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাঁচজন আক্রান্তের মধ্যে মাত্র একজনের শরীরেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে।
চর্মরোগ বিশেষজ্ঞ ড. ভেরোনিক বাতালি জানান, যাদের ত্বকে তেমন কোনো সমস্যা নেই, তাদের শরীরেও এই লালচে র্যাশ দেখা যাচ্ছে। এর ২-৩ দিন পরই তাদের শরীরে আরও একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।