সংবাদ শিরোনাম ::
সেনবাগে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ৪১৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুরের শহীদ উল্যাহ ড্রাইভারের নতুন বাড়ি থেকে ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়েশা আক্তার রিংকু (১৮), একই গ্রামের সৌদি প্রবাসী আহছান উল্যার মেয়ে এবং রিংকু স্থানীয় চাচুয়া হাজী আলী আকবর মাদ্রসার আলিম ২য় বর্ষের ছাত্রী ছিল।
সেনবাগ থানার অফিসর ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, পরিবারের সদস্যদের অজান্তে ওই মাদ্রাসা ছাত্রী সকাল ১০টার দিকে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই ছাত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।