ইয়াবা ও গাঁজাসহ চাটখিলে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৬৪০৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সাহাপুর ইউনিয়নের শুতার বাড়ির মৃত লোকমান মিয়ার ছেলে কবির হোসেন জসিম (২৯), নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন বিবলু (৪৩) ও পাঁচগাও ইউনিয়নের নিজ গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মুরাদ হোসেন (২৫)।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ৩টার দিকে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে চাটখিল থানার একদল পুলিশ উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করে।
এ সময় আটককৃত বিবলুর থেকে ৫০০ গ্রাম গাঁজা, জসিমের থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মুরাদ হোসেনের থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে আটককৃত মাদক কারবারিদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।